গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১৬
২৪ মার্চ ২০২৪ ১০:০৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ ১২:৪৮
ঢাকা: গাজীপুর কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় লালন মিয়া (২৪) নামে আরও একজন মারা গেছেন। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
লালন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, লালনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৬ জন মারা গেলেন।
মৃত লালনের ভাই মো. এরশাদ আলী জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর থানার ভেটুয়া গ্রামে। বর্তমানে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় স্ত্রী সাবিনা খাতুন ও একমাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন। একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। এ ঘটনায় লালনের নানি শাশুড়ি কমলা বেগমও গত বুধবার মারা গেছেন।
এর আগে, গত ১৩ মার্চ বিকেলে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। পরবর্তীতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো।
সারাবাংলা/এসএসআর/এনএস