ঢাকা: গুলশান-১ গোলচত্বরসংলগ্ন ১৮তলা একটি ভবনে আগুন লেগেছে। ভবনটির ৯তলায় এসির আউটডোরে আগুন দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।
শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে গুলশানের এডব্লিউআর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।