Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় ঐক্য হয়ে গেছে, কোনো শক্তি এ সরকার রাখতে পারবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৪ ১৯:৩৮ | আপডেট: ২২ মার্চ ২০২৪ ২১:৪০

চট্টগ্রাম ব্যুরো : বর্তমান সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশি-বিদেশি কোনো শক্তি আর এ সরকারকে রাখতে পারবে না।’

শুক্রবার (২২ মার্চ) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও ‘কারা নির্যাতিত’ নেতাকর্মীদের সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘৭ জানুয়ারি দেশে ডামি নির্বাচন, ডামি এমপি, ডামি প্রধানমন্ত্রী হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ এদিন তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে রায় দিয়েছে। আবার বলি— ৭ জানুয়ারি বাংলাদেশের মানুষ, ৯৫ শতাংশ মানুষ তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে রায় দিয়েছেন।’

‘পাঁচ শতাংশ মানুষও আজকের প্রধানমন্ত্রীর পক্ষে আসেনি অর্থাৎ বাংলাদেশের মানুষ ওই অবৈধ রেজিমকে প্রত্যাখান করেছে, এ অবৈধ নির্বাচনি কার্যক্রমকে প্রত্যাখান করেছে। বাংলাদেশের মানুষ ঐকবদ্ধভাবে, একটা ঐক্যজোট সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আইনের শাসনের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে পরিস্কার রায় দিয়েছে।’

বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘৭ তারিখ শুধু রাজনৈতিক দলের ঐক্য ঘটেনি, ঐক্য ঘটেছে বাংলাদেশের প্রত্যেক শ্রেণির মানুষের। সুশীল সমাজ, যারা আগে মুখ খুলত না, তারাও পরিস্কার ভাষায় এ অবৈধ সরকারকে প্রত্যাখান করেছে, তারা আজ গণতন্ত্রের পক্ষে কথা বলছে।’

বিজ্ঞাপন

‘পেশাজীবীরা বলছে, এমনকি গণমাধ্যমও বলছে। শেখ হাসিনার সুবিধাপ্রাপ্ত গণমাধ্যমের বাইরের গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মীরা, আমি আবার বলছি গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মীরা, তারাও প্রত্যাখান করেছে। তারাও আজ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। তারাও আজ বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের জন্য এ সরকারকে প্রত্যাখান করেছে। আগামীদিনে মুক্ত গণমাধ্যমের অপেক্ষায় তারা আছে। একজন জার্নালিস্ট যেন সসম্মানে তার দায়িত্ব পালন করতে পারে, সেই অপেক্ষায় আছে।’

বাংলাদেশের সর্বস্তরের মানুষ সরকারের বিদায়ের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, ‘আজ সবাই ওইদিনের অপেক্ষায়, যেদিন এ ফ্যাসিস্ট সরকার বিদায় হবে। একটি মুক্ত বাংলাদেশে, মুক্ত আবহাওয়ায়, মুক্ত মানুষ হিসেবে বাঁচার জন্য আগামীদিনের সংগ্রামের অপেক্ষায় আছে। ভোটাধিকার আদায়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশের মানুষ এমন সরকার গঠনের অপেক্ষায় আছে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে।’

সরকারের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘এ সংগ্রাম চলমান সংগ্রাম, এ সংগ্রাম হালুয়া-রুটি খাওয়ার সংগ্রাম নয়, এ সংগ্রাম এমপি-মন্ত্রী-উপজেলা চেয়ারম্যান হওয়ার সংগ্রাম নয়। এ সংগ্রাম বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম, তার মালিকানা ফিরে পাবার সংগ্রাম, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। এ সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। যতদিন এ স্বৈরাচার পদত্যাগ না করে ততদিন সংগ্রাম চলবে। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম চলবে।’

বিজ্ঞাপন

‘আজ যে জাতীয় ঐক্য হয়েছে, যে ৯৫ শতাংশ মানুষ এ সরকারকে প্রত্যাখান করেছে, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এ আন্দোলনকে সফল করব। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব। কোনো শক্তি, দেশি-বিদেশি কোনো শক্তি এ অবৈধ সরকারকে রাখতে পারবে না। দেশি-বিদেশি কোনো শক্তির জনগণের বিরুদ্ধে গিয়ে এ অবৈধ সরকারকে রাখা সম্ভব হবে না। তাদের বিদায় নিতে হবে।’

নগরীর বাকলিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন। এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের পরিচালনায় চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার এবং নগরের সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ সরকার আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় ঐক্য টপ নিউজ প্রধানমন্ত্রী বিএনপি শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর