Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ঘণ্টার চেষ্টায় ডেমরার কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৪ ০৯:৫৪ | আপডেট: ২২ মার্চ ২০২৪ ১৪:০৩

ঢাকা: রাজধানীর ডেমরায় কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির ১০টি ইউনিটের সাড়ে আট ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দফরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডেমরায় কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আট ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটের দিকে ভবনের তিনতলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। চারতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৫টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/এনএস

কাপড়ের গোডাউনের আগুন টপ নিউজ ডেমরা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর