Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার সড়কে পড়ে ছিল মেলান্দহের কাউন্সিলরের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ১৬:৪১ | আপডেট: ২১ মার্চ ২০২৪ ২২:৫০

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জামালপুরের মেলান্দহ পৌরসভার কাউন্সিলর মো. মমিনের মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) চৌদ্দগ্রামের জগন্নাথদিঘি ইউনিয়নের গাংরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা এসে বৃহস্পতিবার (২১ মার্চ) মরদেহ শনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ মার্চ) ব্যবসায়িক কাজে জামালপুর থেকে কক্সবাজারের চকোরিয়ায় যান পৌর কাউন্সিলর মো. মমিন। মঙ্গলবার (১৯ মার্চ) হলুদবোঝাই ট্রাক নিয়ে ফেরার পথে সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বুধবার (২০ মার্চ) স্থানীয়রা মুখে স্কচটেপ পেঁচানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এ বিষয়টি নিশ্চিত করে জানান, মুখে স্কচটেপ পেঁচানো দেখে ধারণা করা হয়, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেছেন কাউন্সিলর মমিনের ভাই আমিনুল।

তিনি জানান, পুলিশ দ্রুত সময়ের মধ্যে মরদেহটির পরিচয় শনাক্ত করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদেরও ধরতে পারবে বলে আশা করা হচ্ছে।

নিহতের পরিবারের ধারণা, ৩০ লাখ টাকার হলুদ ছিনতাই করতে এই হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ