মুশফিকের বদলে টেস্ট স্কোয়াডে হৃদয়
২০ মার্চ ২০২৪ ২০:০৭ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ২০:২৮
শেষ ওয়ানডেতে পাওয়া আঙ্গুলের চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। তার পরিবর্তে লংকানদের বিপক্ষে স্কোয়াডে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। খুব সম্ভবত লংকানদের বিপক্ষে সিরিজেই টেস্ট অভিষেক হতে যাচ্ছে হৃদয়ের।
শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে শেষ ওয়ানডেতে কিপিং করার সম্য বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। ব্যথা নিয়ে খেলা চালিয়ে গেলেও ম্যাচ শেষে স্ক্যানের পর আঙ্গুলে চিড় ধরা পড়েছে তার। এই কারণেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেলেন হৃদয়।
গত বছরের মার্চে অভিষেক হয়েছিল হৃদয়ের। ৩০ ওয়ানডে ও ১৪টি টি-২০ খেললেও সাদা পোশাকে এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামেননি হৃদয়। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২০ ইনিংসে হৃদয়ের রান ৯১৩। সেঞ্চুরি আছেন ৩টি, ডাবল সেঞ্চুরিও আছে ঝুলিতে। খুব সম্ভবত লংকানদের বিপক্ষেই টেস্ট অভিষেকটা হতে যাচ্ছে হৃদয়ের।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম