Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে একজন শ্রমিকও ছাঁটাই করা যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ১৫:০৮ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ১৬:৪৪

ঢাকা: ঈদের আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম। বুধবার (২০ মার্চ) সচিবালয়ে শ্রমিক মালিক ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

পরে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ সৃষ্টি যেন না হয় সে বিষয়টি বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদের আগে যেন কোনো শ্রমিককে ছাঁটাই করা না হয় সে বিষয়েও মালিকদের বলা হয়েছে।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন ‘শ্রমিক-মালিকদের যে সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে তা সমাধান করার সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে যেভাবে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে শ্রমিকদের কল-কারখানা ভাঙচুর করতে দেখেছি সেগুলো যেন আর না হয়। সংশ্লিষ্ট সবাই সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছি। আমার মনে হয় ঈদকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা হবে বলে মনে করি না। যেটুকু সমস্যা ছিলো তা সমাধান করে ফেলেছি, বাকিটা সমাধান হয়ে যাবে। তিন পক্ষ মিলে আলোচনা করেছি।’

ঈদের ছুটির আগেই বেতন-বোনাস দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তবে তারিখ এখনও ঠিক করা হয়নি। কারণ কোন মালিক কখন দিতে পারবেন সেটা তো এখনি বলা যাবে না। শ্রমিকদের ছুটি হবে মালিক-শ্রমিকদের আলোচনা সাপেক্ষে। আর ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না, এটা আমাদের কড়া নির্দেশনা।’

শিল্প পুলিশসসহ সংশ্লিষ্ট দফতরগুলো সমন্বিতভাবে কাজ করবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘রেশনিংয়ের কথা বলা হয়েছে। শ্রমিকদের জন্য রেশনিংয়ের জন্য আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।’ দ্রুত সময়ের মধ্যেই এটা চালু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

ঈদের আগে শ্রম প্রতিমন্ত্রী শ্রমিক ছাঁটাই

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর