Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি গেটসংলগ্ন র‌্যাম্প উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট 
২০ মার্চ ২০২৪ ১৪:০১ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ১৫:৫৭

ঢাকা: চালু হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেটসংলগ্ন ১.৫ কিলোমিটার ডাউন র‌্যাম্প। এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২০ মার্চ) সকালে এফডিসি গেটসংলগ্ন ডাউন র‌্যাম্পের উদ্বোধন করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী বছরের শুরুতে পুরো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বিমানবন্দরের কাওলা থেকে, বনানী, ফার্মগেট, কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এ প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার, র‌্যাম্পসহ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। এতে মোট ব্যয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। বর্তমানে প্রকল্পের অগ্রগতি ৭২.৫১ শতাংশ।’

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তেজগাঁও থেকে এফডিসি গেটসংলগ্ন ডাউন র‌্যাম্পে যান চলাচল উন্মুক্ত করেন। এ সময় সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা উচিত নয়: কাদের

সারাবাংলা/এনআর/এমও

এফডিসি গেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে টপ নিউজ র‌্যাম্প উদ্বোধন