প্রাইভেট কারে তুলে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২
১৯ মার্চ ২০২৪ ১৯:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হালিশহরে প্রাইভেট কারে ঘুরে ঘুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) রাতে অভিযুক্ত দু’জনকে ছোটপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানিয়েছেন।
গ্রেফতার দু’জন হল- মো. মিরণ (৩৬) এবং মো. জমির (৩২)। তারা হালিশহর এলাকার বাসিন্দা।
ঘটনার শিকার ১৫ বছর বয়সী কিশোরীর বাসাও একই এলাকায়। গ্রেফতার দু’জন তার দুলাভাইয়ের বন্ধু বলে পুলিশ জানিয়েছে।
ওসি কায়সার হামিদ সারাবাংলাকে বলেন, ‘গত রোববার সন্ধ্যায় ছোটপুল এলাকা থেকে কিশোরীকে একটি প্রাইভেট কারে তুলে নেয় মিরণ ও জমির। তাকে বলা হয়েছিল, দুলাভাইসহ বেড়াতে যাবে। সরল বিশ্বাসে কিশোরি গাড়িতে উঠলেও সেখানে তার দুলাভাই ছিল না। দুজন গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে এবং পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে। রাত সাড়ে ১০টার দিকে কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে হালিশহরে একটি স্থানে নামিয়ে দেয়।’
‘বাসায় গিয়ে ওই কিশোরী প্রথমে কাউকে কিছু বলেনি। কিন্তু এত রাত পর্যন্ত কোথায় ছিল সেটি জানার জন্য তার মায়ের জোরাজুরিতে একপর্যায়ে সে ঘটনার কথা জানায়।’
এ ঘটনায় কিশোরীর বাবা হালিশহর থানায় মামলা দায়ের করলে দু’জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে ওসি কায়সার হামিদ জানান।
সারাবাংলা/আরডি/এনইউ