Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রেন লাইনচ‌্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল‌যোগ‌া‌যোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ২৩:৪০ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ০৯:০৭

টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হ‌য়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে এই ঘটনা ঘ‌টে। স্টেশ‌ন মাস্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম ও বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন।

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব থানার ওসি ব‌লেন, ‘পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ‘পঞ্চগড় এক্স‌প্রেস’ ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে রওনা হলে এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকার ত্রু‌‌টির কার‌ণে এই ঘটনা ঘ‌টেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

সারাবাংলা/পিটিএম

ট্রেন বন্‌ধ রেল যোগাযোগ লাইনচ্যুত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর