ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু ১৯ এপ্রিল
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৪ ১৮:১৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ ২১:৩৯
১৬ মার্চ ২০২৪ ১৮:১৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ ২১:৩৯
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। চলবে ১ জুন পর্যন্ত।
শনিবার (১৬ মার্চ) ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
তিনি জানান, ২০২৪ সালের সাধারণ নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হবে ১ জুন। আগামী ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ-এই চারটি রাজ্যে লোকসভার পাশাপাশি বিধানসভার নির্বাচনও একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
একই সময় বিহার, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান এবং তামিলনাড়ুসহ একাধিক রাজ্যের ২৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/আইই/এনইউ