Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বাসচাপায় প্রতিবন্ধী যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৪ ২৩:০৭

চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার উথলী গ্রামে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় নুরনবী (১৭) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকাল পৌনে ৫ টার সময় উথলী গ্রামের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী একই উপজেলার সিংনগর গ্রামের মসজিদ পাড়ার হাসেম আলীর ছেলে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দু’ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, সিংনগর গ্রামের প্রতিবন্ধী যুবক নুরনবী বাইসাইকেলযোগে উথলী বাসস্ট্যান্ডে যাচ্ছিলো। পথে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী দ্রুতগতির বাস খাতুন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-২৪০৮) তাকে সজোরে ধাক্কা দিলে সে বাইসাইকেল থেকে ছিটকে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পর জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

প্রতিবন্ধী যুবক বাসচাপা যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর