Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাথায় আঘাত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৪ ২১:১৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ ২৩:৩৪

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে গুরুতর আঘাত পেয়েছেন। বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার দল তৃণমূল কংগ্রেসের টুইটার পোস্টে বলা হয়েছে, আমাদের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বড় চোট পেয়েছেন। অনুগ্রহ করে তাকে প্রার্থনায় রাখুন।

টুইটার পোস্টে মাথায় আঘাতপ্রাপ্ত মমমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কপালের মাঝখানে গভীর কাটা এবং মুখমণ্ডলে রক্ত।

গত গত বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন
সারাবাংলা/আইই
বিজ্ঞাপন

আরো