নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম
১৩ মার্চ ২০২৪ ১৭:১৭ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১৭:৩৫
নাটোর: নাটোরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে শহরের সড়ক ও জনপথ অফিসের সামনে ফরহাদকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, সকালে নাটোর জজ কোর্টে একটি মামলায় হাজিরা দিতে যান ফরহাদ আলী দেওয়ান শাহীন। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে শহরের ফুলবাগান সড়ক ও জনপদ কার্যালয় সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেল ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। এরপর পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়। ফরহাদের পায়ে গুলি করার অভিযোগও করেন শহিদুল।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নাটোর শহরের সড়ক জনপদ বিভাগের অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় একজনের আহত হওয়ার খবর পেয়ে পুলিশ গিয়েছিল। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, বিএনপি নেতা ফরহাদকে কে বা কারা পিটিয়ে জখম করেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তাকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওসি মিজানুর বলেন, আহত বিএনপি নেতাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে পাঠানোর কথা নেতাকর্মীরা জানিয়েছেন। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর