Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৪ ১৬:৫৩ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১৭:০৮

খুলনা: খুলনার রূপসায় নিষিদ্ধঘোষিত অবৈধ যান ট্রলির ধাক্কায় আবির মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলার কাজদিয়া থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে গোপালগঞ্জ জেলার জালালাবাদ ইউনিয়নের বরফা এলাকার কিসমত মোল্লার ছেলে। তিনি একই এলাকার ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসাবে চাকরি করতেন।

পুলিশ জানায়, নানি শাশুড়ির মৃত্যুর খবর শুনে গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন নিহত আবির। সকাল ৮টার দিকে কাজদিয়া এলাকার থানার মোড়ের কাছাকাছি পৌঁছালে একটি বেপরোয়া গতির অবৈধ বালুবাহী ট্রলি তাকে চাপা দেয়।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঘাতক ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

নিহত মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর