Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে চট্টগ্রামে নামছেন শান্ত-সৌম্যরা

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৪ ০৯:৪০ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১৫:৪৪

শান্ত-মেন্ডিসের কার হাতে উঠবে ট্রফি?

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে বাগে পেয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। নাজমুল হোসেন শান্তর দল সিরিজ হারলেও তরুণদের নিয়ে দারুণ লড়াই করেছে লংকানদের বিপক্ষে। টি-২০ সিরিজের হতাশার পর চট্টগ্রামে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। মাঠের লড়াইয়ে খেলার পাশাপাশি বাড়তি উত্তাপ ছড়াবে টাইমড আউট বিতর্কও। চাপ সামলে প্রথম ওয়ানডেতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবেন শান্তরা? নাকি টি-টোয়েন্টি সিরিজের মতো এবারও প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাবে বাংলাদেশ?

বিজ্ঞাপন

পরিসংখ্যানে এগিয়ে শ্রীলংকা

লংকানদের বিপক্ষে সব মিলিয়ে ৫৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মাঝে জয় এসেছে মাত্র ১০টিতে। ৪২ ম্যাচেই জিতেছে শ্রীলংকা, ২ ম্যাচের ফলাফল আসেনি। ঘরের মাঠে গত এক যুগে বাংলাদেশের রেকর্ড অবশ্য ঈর্ষনীয়। ২০১১ সালের ঘরের মাঠে কখনোই টানা দুই সিরিজের বেশি হারেনি তারা।

তবে সাম্প্রতিক সময়ে কিছুটা খারাপ সময়ের মাঝে যাচ্ছেন শান্তরা। ২০১৫ থেকে ২০২২ এর মাঝে বাংলাদেশ জিতেছিল ৫০ ওয়ানডে, হার ছিল ৩১ ম্যাচে। তবে ২০২৩ সালে পাল্টে গেছে পরিস্থিতি। গত বছর আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে পরপর দুটি সিরিজ হারতে হয়েছিল তাদের। গেলো বছর ১৪ ম্যাচে হেরেছে বাংলাদেশ, জয় ৯ ম্যাচে। শ্রীলংকার বিপক্ষে তাই প্রথম ম্যাচে বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

পিচ ও কন্ডিশন

সিলেটের স্পোর্টিং উইকেট নিয়ে সবখানেই প্রশংসা শুনেছে বিসিবি। চট্টগ্রামেও খুব সম্ভবত দেখা যেতে পারে এমন ধরনের পিচই। ব্যাটে-বলের সমানে সমান লড়াই দেখা যাওয়ার আশা করছে দুই দলই। খেলা শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। তপ্ত গরমে তাই কিছুটা বিপাকে পড়তে পারেন ফিল্ডাররা। সময় গড়ানোর সাথে সাথে কিছুটা স্বস্তি নেমে আসবে মাঠে। টসে জিতে তাই ব্যাটিং নিতে পারেন দুই অধিনায়ক।

টাইমড আউট বিতর্ক কেমন প্রভাব ফেলবে মাঠে? 

সাকিবের করা ম্যাথিউসের টাইমড সেই আউটের রেশ যে সিরিজজুড়েই থাকবে, সেটা অনুমেয়ই ছিল। সিরিজের প্রথম উইকেট তুলে নিয়ে শরিফুল ইসলামও করেছিলেন সেই উদযাপন। এছাড়া সিরিজজুড়ে তেমন উত্তাপ দেখা যায়নি। তবে সিরিজের শেষ ম্যাচে তাওহিদ হৃদয়ের সাথে কিছুটা তর্কে জড়িয়েছেন লংকান ক্রিকেটাররা। আর ট্রফি হাতে টাইমড আউট উদযাপন করে আবারও খানিকটা বিতর্ক উসকে দিয়েছেন ম্যাথিউস-মেন্ডিসরা।

বিজ্ঞাপন

চট্টগ্রামেও তাই থাকছে এই বিতর্কের রেশ। মাঠে দুই দলের ক্রিকেটারদের মাঝে এমন উদযাপন তাই আজও দেখা যেতে পারে। নানা ইস্যুতে দুই দলের ক্রিকেটারদের মাঝে হয়ে যেতে পারে তর্ক বিতর্কও। তবে এসব ছাপিয়ে মাঠের লড়াইয়ের দিকেই বেশি মনোযোগ দিতে চাইবেন শান্তরা।

কেমন হবে একাদশ? 

বাংলাদেশ দলের একাদশ নিয়ে সবচেয়ে বড় ধোঁয়াশার জায়গাটা নিশ্চিতভাবেই ওপেনিং। স্কোয়াডে আছেন সৌম্য, লিটন, তামিম ও বিজয়ের মতো চার ওপেনার। আছেন মাঝে সাঝে ওপেনিং করে প্রশংসা পাওয়া মিরাজও। শেষ পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে আজ কোন দুইজন ওপেনিংয়ে নামবেন, সেটা নিশ্চিত করেননি খোদ শান্তও। দলের প্রয়োজনে যে জুটিকে নামানো দরকার, তাদেরকেই দেখা যাবে ক্রিজে, এমনটাই বলেছেন শান্ত। তবে খুব সম্ভবত সৌম্য সরকার থাকছেন ওপেনিংয়ের এক প্রান্তে। তাকে সঙ্গ দিতে পারেন লিটন অথবা বিজয়। তামিম-মিরাজের সম্ভাবনা কম হলেও শেষ মুহূর্তে দেখা যেতে পারে তাদের একজনকেও।

তারুণ্যের সাথে অভিজ্ঞতার সমন্বয় করেই একাদশ সাজাবে বাংলাদেশ। সেক্ষেত্রে মাহমুদউল্লাহ-মুশফিকদের উপর থাকবে বাড়তি দায়িত্ব। হৃদয়-রিশাদরা টি-২০র পাশাপাশি ওয়ানডেতেও ভালো কিছু করবে, এমনটাই প্রত্যাশা দলের। বোলিং ইউনিট নিয়েই যা একটু দুশ্চিন্তায় বাংলাদেশ। একেবারেই ফর্মহীন মুস্তাফিজ আজ খেলবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। শরিফুল-তাসকিনদের সাথে তাই দেখা যেতে পারে তানজিম সাকিবকে। তাইজুল-মিরাজ- রিশাদের মাঝে হয়তো দুইজন থাকবেন একাদশে।

শ্রীলংকা স্কোয়াডে ইনজুরি ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছে অভিজ্ঞ ক্রিকেটাররা। নিশানকা, হাসারাঙ্গাদের নিয়ে শক্ত একাদশ মাঠে নামাবে শ্রীলংকা। অধিনায়ক থাকছেন কুশল মেন্ডিস, তার ডেপুটি হিসাবে আছেন চারিথ আসালাংকা। স্কোয়াডে আছেন স্পিনার আকিলা ধনঞ্জয়া, দুনিথ ভেল্লালাগে, একাদশেও খুব সম্ভবত থাকবেন তারা। পেসার হিসাবে থাকছেন লাহিরু কুমারা, দিলশান মাদুশংকারা।

আজ চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে সব চাপ সামলে জয় পাবে কোন দল? শান্তরা কি পারবেন টি-২০ সিরিজের হতাশা ভুলে দারুণ এক জয়ে ওয়ানডে সিরিজের সূচনা করতে?

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ– সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব/মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা- কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাংকা, পাথুম নিশাংকা, সাদিরা সামারাবিক্রমা,কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসানা,আকিলা ধনঞ্জয়া,দিলশান মাদুশংকা, প্রমোদ মাদুশান/চামিকা করুনারত্নে, লাহিরু কুমারা।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

ওয়ানডে চট্টগ্রাম টপ নিউজ বাংলাদেশ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ শান্ত শ্রীলংকা সৌম্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর