Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টির হতাশার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৪ ২১:২২ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১৫:৪৭

ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

ছয় বছর আগের সেই ‘নাগিন ড্যান্স’ উদযাপন কিংবা হালের ‘টাইমড আউট’ বিতর্ক, বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ যেন পেয়েছে নতুন মাত্রা। বিশেষ করে বিশ্বকাপে ম্যাথিউসের টাইমড আউটের ঘটনার পর থেকে দুই দলের মাঝে তিক্ততা বেড়েছে কয়েকগুণ। সেই শ্রীলংকাই বাংলাদেশের এসেছে তিন ফরম্যাটেই সিরিজ খেলতে। টি-টোয়েন্টি সিরিজে জমজমাট এক লড়াইয়ের পর ২-১ ব্যবধানে সিরিজ বাগিয়ে নিয়েছে লংকানরা। আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ। শান্ত-সৌম্যরা কি পারবেন টি-২০র হতাশা পেছনে ফেলে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে?

বিজ্ঞাপন

আবারও আলোচনায় সেই টাইমড আউট 

সাকিবের করা ম্যাথিউসের টাইমড সেই আউটের রেশ যে সিরিজজুড়েই থাকবে, সেটা অনুমেয়ই ছিল। সিরিজের প্রথম উইকেট তুলে নিয়ে শরিফুল ইসলামও করেছিলেন সেই উদযাপন। এছাড়া সিরিজজুড়ে তেমন উত্তাপ দেখা যায়নি। তবে সিরিজের শেষ ম্যাচে তাওহিদ হৃদয়ের সাথে কিছুটা তর্কে জড়িয়েছেন লংকান ক্রিকেটাররা। আর ট্রফি হাতে টাইমড আউট উদযাপন করে আবারও খানিকটা বিতর্ক উসকে দিয়েছেন ম্যাথিউস-মেন্ডিসরা।

শ্রীলংকার সেই উদযাপন নিয়ে কিছুটা বিরক্ত বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছিলেন, লংকানরা হয়তো টাইমড আউটের সেই ঘটনা এখনও ভুলতে পারেনি। তাদের অতীত থেকে বেরিয়ে আসার পরামর্শও দিয়েছিলেন তিনি। অন্যদিকে লংকান ব্যাটার কুশল মেন্ডিস ও কোচ ক্রিস সিলভারউড জানিয়েছিলেন, ওই উদযাপন ছিল নিছকই মুহূর্তের আবেগ। কাউকে উদ্দেশ্য করে অমন উদযাপন করেননি বলেই দাবি ছিল তাদের। তবে এমন উদযাপন যে দুই দলের মাঝে উত্তাপটা বাড়িয়ে দেবে পরের ম্যাচগুলোতে, সেটা অনুমান করাই যাচ্ছে।

পরিসংখ্যানে এগিয়ে শ্রীলংকা

লংকানদের বিপক্ষে সব মিলিয়ে ৫৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মাঝে জয় এসেছে মাত্র ১০টিতে। ৪২ ম্যাচেই জিতেছে শ্রীলংকা, ২ ম্যাচের ফলাফল আসেনি। ঘরের মাঠে গত এক যুগে বাংলাদেশের রেকর্ড অবশ্য ঈর্ষনীয়। ২০১১ সালের ঘরের মাঠে কখনোই টানা দুই সিরিজের বেশি হারেনি তারা। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা খারাপ সময়ের মাঝে যাচ্ছেন শান্তরা। গত বছর আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে পরপর দুটি সিরিজ হারতে হয়েছিল তাদের। শ্রীলংকার বিপক্ষে তাই বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আলো ছড়াবেন কারা? 

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে ফর্মে ফিরেছেন সৌম্য সরকার। তার থেকে বাড়তি কিছুই আশা করছেন অধিনায়ক শান্ত, ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও জানিয়েছেন এমনটাই। মাহমুদউল্লাহ-মুশফিক-হৃদয়দের ব্যাটেও আসছে রান। ব্যাটিং নিয়ে তাই খানিকটা নির্ভার থাকতে পারেন শান্ত। তবে কিছুটা চিন্তার কারণ হতে পারে বোলিং ইউনিট। ছন্নছাড়া মুস্তাফিজ ফর্মে ফিরবেন কিনা সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাসকিন-শরিফুল-মিরাজদের উপর তাই বাড়তি চাপ থেকেই যাচ্ছে।

লংকান দলে বেশ কয়েক মাস ধরেই চলছে ইনজুরির ধাক্কা। সুস্থ হয়ে দলে ফিরেছেন পাথুম নিশানকা, লাহিরু কুমারা। দলে আছেন হাসারাঙ্গা, মাদুশাঙ্কার মতো ফর্মে থাকার বোলাররাও। এদিকে মেন্ডিসদের ব্যাটিংটাও ভালো যাচ্ছে। আফগান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা এখানেও কাজে লাগাতে চাইবে দল।

আগামীকাল দুপুর ২.৩০ মিনিটে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই ভেন্যুতেই হবে সিরিজের বাকি দুই ম্যাচ। টি-২০তে সিরিজ জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার মেনে নেওয়া বাংলাদেশ কি পারবে ওয়ানডে সিরিজে স্বরূপে ফিরে ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে?

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

ওয়ানডে চট্টগ্রাম টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মেন্ডিস শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর