Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়ল বঙ্গবন্ধু টানেলের পরিত্যক্ত সামগ্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৪ ১৯:৩৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কিছু পরিত্যক্ত সামগ্রী আগুনে পুড়ে গেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

রোববার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশপথের অদূরে পরিত্যক্ত সামগ্রীতে আগুনের সূত্রপাত হয়। দেড় ঘণ্টার মধ্যেই আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ৩৫ মিনিটে টানেলের আনোয়ারা প্রান্তে আগুন লাগার খবর আসে নিয়ন্ত্রণ কক্ষে। ২০ মিনিটের মধ্যে তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল তিনটায় আগুন পুরোপুরি নিভিয়ে ফিরে যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আব্দুল মালেক সারাবাংলাকে বলেন, ‘টানেলের প্রবেশপথ থেকে আরও দূরে কাফকো কারখানার সামনে নিজস্ব জমিতে পরিত্যক্ত সামগ্রী জমা করেছিল টানেল কর্তৃপক্ষ। সেখানে লোহার পাইপ, বিভিন্ন ধরনের প্লাস্টিকের খালি ড্রাম, কাঠসহ আরও নানা সামগ্রী ছিল। রাসায়নিকের ড্রাম ছিল বলে আমাদের বলা হয়েছিল, কিন্তু আমরা এমন কিছু পাইনি।’

‘শ্রমিকদের কেউ হয়ত, বিড়ি-সিগারেট খেয়ে ফেলেছে, এর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাদের ধারণা। আমরা গিয়েই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। দ্রুত আগুন নেভানোও সম্ভব হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

টানেল সংলগ্ন স্থানে অগ্নিকাণ্ড হওয়ায় গুরুত্ব দিয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

আগুন টানেল পরিত্যক্ত সম্পত্তি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর