ইউরোপের শান্তি যুগের অবসান হয়েছে: ডোনাল্ড টাস্ক
৯ মার্চ ২০২৪ ১৮:০০ | আপডেট: ৯ মার্চ ২০২৪ ১৮:০৩
ইউরোপের শান্তিপূর্ণ যুগের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। রাশিয়ার সঙ্গে উত্তেজনা থেকে উদ্ভূত ভবিষ্যতের একটি ভয়াবহ চিত্র বর্ণনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউরোপিয়ান পিপলস পার্টির (ইপিপি) সভায় টাস্ক বলেন, শান্তির সময় শেষ। যুদ্ধোত্তর যুগ শেষ হয়ে গেছে। আমরা নতুন সময়ে বাস করছি— প্রাক-যুদ্ধ যুগ। আসলে আমাদের কিছু ভাইয়ের জন্য এটি এখন আর যুদ্ধ পূর্ববর্তী সময় নয়। এটি সবচেয়ে নিষ্ঠুর ধরনের পূর্ণ স্কেলে যুদ্ধের সময়।
তিনি বলেন, সর্বগ্রাসী প্রবণতা, দুর্নীতি এবং মিথ্যার বিরুদ্ধে লড়াই অনেক ফ্রন্টে চলছে। এর সবচেয়ে নাটকীয় দৃষ্টান্ত হলো, ইউক্রেনের যুদ্ধে যা ঘটছে।
তিনি বলেন, আমরা একটি সহজ বিকল্পের মুখোমুখি, হয় আমাদের সীমানা, অঞ্চল এবং মূল্যবোধ রক্ষার জন্য লড়াই করব এবং আমাদের নাগরিক ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করব, অথবা পরাজয় স্বীকার করব।
সারাবাংলা/আইই