‘বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার’
৮ মার্চ ২০২৪ ১৭:১৪ | আপডেট: ৮ মার্চ ২০২৪ ১৯:১৮
বাগেরহাট: ‘বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার’, এই স্লোগানে গণসচেতনা কার্যক্রম উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সুন্দরবন পূর্ব বনবিভাগ চাঁদপাই রেঞ্জের আয়োজনে বাগেরহাটের মোংলার জয়মনিতে ৮ মার্চ (শুক্রবার) সকালে বাঘ সংরক্ষণে এই আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন সংরক্ষক খুলনাঞ্চল মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, চাঁদপাই রেঞ্জের এসিএফ রানা দেব, চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেনসহ অনেকে।
প্রধান অতিথি হাবিবুন নাহার বলেন, “সুন্দরবনকে এগিয়ে নিয়ে যেতে দু’একজন ছাড়া তেমন কাউকে পাওয়া যায় না। আমি এই বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকা কালে ‘ভিটিআরটি’দের জন্য নেক কাজ করার চেষ্টা করে তা করতে পারিনি। বিষ দিয়ে মাছ শিকারের ফলে পানি বিষাক্ত হয়ে মাছ ও পোকামাকড়, ডলফিন, পাখি, বানর, হরিণ, বাঘসহ বিভিন্ন প্রাণী রোগাক্রান্ত হয়ে মারা যায়। তাই নিজেদের সচেতনতা, হরিণ মারা বন্ধসহ নদী ও খালে বিষ দেওয়া বন্ধ করতে হবে।’
সেমিনারে চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী, সিএমসি প্রতিনিধি, সিপিজি ও ভিটিআরটি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও