Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিন্ডিকেট ভাঙতে অসৎ কর্মকর্তাদের শায়েস্তা করার অনুরোধ ইনুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৪ ০৯:৩২

রংপুর: প্রশাসনের মধ্যে যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের থেকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সিন্ডিকেট ভাঙতে হলে প্রশাসনের মধ্যে থাকা ‘অসৎ কর্মকর্তাদের’ জিন-ভূত উল্লেখ করে তাদের শায়েস্তা করার অনুরোধ করেন তিনি।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে প্রয়াত জাসদ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন রাঙ্গার স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি খেজুরের পরিবর্তে বরই খাওয়ার ব্যাপারে এক মন্ত্রীর পরামর্শের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘আমি তাদের বলতে চাই- আপনি কোনো বিষয়ে সমস্যার সমাধান দেবেন, তাহলে বিকল্প খাওয়ার প্রস্তাব দেবেন না। এটা হচ্ছে জনগণের সঙ্গে ঠাট্টা-মশকরা এবং জনগণের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া। সুতরাং সমাধান দিন, সমাধান না দিতে পারলে জিহ্বা সংযত রাখুন, আবোল-তাবোল বকবেন না।’

ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গা প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের সিন্ডিকেট যারা ভাঙবেন তাদের ভেতরেই জিন-ভূত আছে বলে মনে করি। প্রধানমন্ত্রীকে বলব- প্রশাসনের মধ্যে যেসব জিন-ভূত বা অসৎ আমলা আছে তাদের শায়েস্তা করার উদ্যোগ নিন। তাদের পৃষ্ঠপোষকতা আছে। তারা ঘর কাটা ইঁদুর, তাদের থেকে সতর্ক হোন। আপনি (প্রধানমন্ত্রী) পারবেন সমাধান করতে।’

কারসাজি এবং সিন্ডিকেট ভাঙা এখন সময়ের দাবি উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘অসৎ রাজনীতি, অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা- এদের নিয়ে গঠিত এই সিন্ডিকেট হচ্ছে দুর্নীতির মহাদানব। এই দানবদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। একইসঙ্গে নিত্যপণ্যের আমদানিকারক পাঁচ-ছয়টা বড় কোম্পানি আছে। তাদের সিন্ডিকেট ভেঙে দেওয়া গেলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘খুচরা বাজারের সঙ্গে পাইকারি আড়তেও অভিযান চালানো দরকার। অভিযানে অসৎ ব্যবসায়ীদের গলায় গামছা দিয়ে হাজতে নিয়ে যান, ১৫ দিনে বাজার নিয়ন্ত্রণে আসবে।’

রংপুর জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুমারেশ রায়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ভাষাসৈনিক ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, রংপুর মহানগর জাসদের সভাপতি সহিদুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/আরএইচএস/এনএস

হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর