জিয়ার ভোট চুরির পথে হেঁটেছিলেন এরশাদ— সংসদে প্রধানমন্ত্রী
৫ মার্চ ২০২৪ ২৩:০২ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ১১:১৪
জাতীয় সংসদ ভবন থেকে: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা সংসদে ভোটের চিত্র তুলে ধরলেন। তিনি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ নির্বাচনের ফলাফল দেখাননি। জিয়াউর রহমান ভোট চুরির পথ দেখিয়ে গেলেন। বিরোধীদলীয় নেতার ভাই (এরশাদ) সেই পথেই হাঁটলেন। জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট আগে থেকেই দেওয়া হয়েছিল। আমি খুশি হতাম বিরোধীদলীয় নেতা যদি তার ভাইয়ের ৮৮ সালের নির্বাচনের ফলফল দেখাতেন।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে সংসদ নেতা এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।
জিএম কাদেরের নির্বাচন চিত্রের পরিপ্রেক্ষিতে সংসদ নেতা আরও বলেন, ‘এর পর এরশাদের পথ ধরে খালেদা জিয়াও একই পথ ধরলেন। সে নির্বাচনে ২১ শতাংশ ভোট দেখালেন বিরোধীদলীয় নেতা। কিন্তু সে ভোট হয়নি। জনগণ মেনে নিতে পারেননি। জনগণের রুদ্ধরোষে বিদায় নিতে হলো। এরপর ২০০৬ সালের নির্বাচন। সে নির্বাচনও হয়নি। এরপর এলো ১/১১। তার পর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ ভোট দিল। এরপর বিএনপি শুধুই ভোট ঠেকানোর নামে সন্ত্রাসী কাজ-কর্ম করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা ২০৪১ সালের এই দেশকে ক্ষুধা দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করব। দেশ-বিদেশে নালিশ করে কোনো ফায়দা হবে না। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।
শেখ হাসিনা বলেন, ‘অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কয়েকদিন আগে আমরা রাজধানীতে অগ্মিকাণ্ডের ঘটনা দেখলাম। এটি একটি দুর্ঘটনা। কিন্তু আমরা দেখি, রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস। জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়। বিএনপি নির্বাচন বাধা দেওয়ার নামে মানুষ পুড়িয়ে হত্যা করে। এরা কি এসব করতে পারে? লন্ডন থেকে নির্দেশ আসে আর এখানকার বিএনপি নেতা-কর্মীরা অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারে। এর পর সেই ছবি তুলে লন্ডনে পাঠায়। কত নৃশংস তারা।’
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘যদিও বিএনপির পক্ষ থেকে দেশ-বিদেশে লেখা হচ্ছে, তাদের নেতাকর্মীদের রাজবন্দি করা হয়েছে। কিসের রাজবন্দি? তারা তো সন্ত্রাসী। হয় মানুষ হত্যার হুকুম দাতা, না হয় সন্ত্রাসী, না হয় অর্থদাতা। ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীদের হাত সাংবাদিক, জাজেজ কোয়াটার, প্রধান বিচারপতির বাড়ি, অ্যাম্বুলেন্সসহ কোনো কিছুই রেহাই যায়নি। নারীদের ওপর হামলা করা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে। তাহলে তারা কিসের রাজবন্দি? তারা তো সন্ত্রাসী।’
এর পর সংসদে একটি ভিডিও চিত্র দেখানো হয়। যেখানে ভোট ঠেকানোর নামে বিএনপি-জামায়াতের তাণ্ডবের চিত্র ফুটে উঠেছে। ভিডিও দেখানোর পর শেখ হাসিনা বলেন, ‘এইসব হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এদের কোনো ক্ষমা নাই। শাস্তি তাদের পেতেই হবে।’
বিএনপিকে আজরাইল মন্তব্য করে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে, শিশুদের হত্যা করছে। আর আমাদের দেশের জন্য বিএনপি আজরাইল হয়ে এসেছে। তারা নির্বাচন বন্ধ করতে চায়। গণতান্ত্রিক ধারা চায় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে দেশের উন্নয়ন হয় সেটা আমরা প্রমাণ করেছি।’
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলান্সে নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ করার জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছি। সেটা অব্যাহত থাকবে। আমরা ইশতেহারেও ঘোষণা করেছি। এটা চলমান থাকবে।’
দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘এই রমজানে যেন পণ্যের দাম সহনীয় থাকে, আমরা সে পদক্ষেপ নিয়েছি। রোজা এলেই পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, মজুত করা হয়। সেগুলো যেন না হয় সেজন্য সমন্বয় করা হবে।’ খাদ্য উৎপাদনের ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, ‘স্যাংশন-পাল্টা স্যাংশনের ফলে খাদ্যের যেন সংকট না হয় সেজন্য উৎপাদনের ওপর জোর দিয়েছি।’
তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশের। স্মার্ট সরকার, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভমেন্ট, স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলব। নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা হবে। বিদেশি ঋণের ওপর প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে আমরা যাচাই-বাছাই করব।’
এ সময় শেখ হাসিনা জানান, গত ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন শুরু হয়। ২২ দিনের এই এই অধিবেশনে দুটি বিল ও ৫০টি স্থায়ী কমিটি পাস হয়েছে। এ সময় রাষ্ট্রপতির আদেশটি পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন। রাষ্ট্রপতির ভাষণের উপর ২৬৯ জন সংসদ সদস্য ভাষণ দেন।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম