Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই গেলেন আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৭:৪৬

ঢাকা: দ্য ওয়ার্ল্ড পুলিশ সামিট-২০২৪ এ যোগ দিতে দুবাই গেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (৪ মার্চ) রাতে সরকারি সফরে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে পুলিশ অধিদফতরের মিডিয়া শাখার সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইজিপি দুবাইয়ে ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় দি ওয়ার্ল্ড পুলিশ সামিটে অংশগ্রহণ করবেন। সামিটে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশ প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে অংশ নেবেন।

আইজিপি সম্মেলন শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।

সারাবাংলা/ইউজে/এনইউ

আইজিপি টপ নিউজ দুবাই

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর