Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনা কবলিতদের ৯ কোটি ৪৪ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ২৩:৩২

ঢাকা : সড়ক পরিবহন আইনের আওতায় দুর্ঘটনায় কবলিতদের জন্য গঠিত তহবিলে থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ৯ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক সহায়তার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার(৪ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে ওবায়দুল কাদেও এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অভিবেশনে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, সড়কে পরিবহন আইন, ২০১৮-এর আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গঠিত আর্থিক সহায়তা তহবিলে চলতি বছর ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ১৩৩ কোটি ৯৫ হাজার ৮৮৮ টাকা জমা পড়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তহবিল থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১৪ জনকে মোট ৯ কোটি ৪৪ লাখ টাকা আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একে

ওবায়দুল কাদের তহবিল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর