Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় মৃত্যু: রাঙ্গামাটি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ১৭:১৪

রাঙ্গামাটি: ট্রাকের ধাক্কায় রাঙ্গামাটি সরকারি কলেজের গণিত বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওমর সালেহীনের (২৪) মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে কলেজ শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের দাবি উঠেছে।

সোমবার (৪ মার্চ) দুপুর ১২টায় রাঙ্গামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে রাঙ্গামাটি সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার আচার্যের সভাপতিত্বে ও শিক্ষার্থী নুরুল ইসলাম রাজীবের সঞ্চালনায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, উপাধ্যক্ষ জাহেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমা, গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম রোমান, শিক্ষার্থী দীপংকর দে প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণে প্রায় সময়ই মানুষ অকালে মারা যাচ্ছেন। কিন্তু এসবের কোনো বিচার হচ্ছে না। এটি খুবই নিন্দনীয় ও দুঃখজনক। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। আমরা চাই ভবিষ্যতে যেন সালেহীনের মতো আর কোনো শিক্ষার্থীকে অকালে প্রাণ হারাতে না হয়।

রোববার (৩ মার্চ) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়িতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র ওমর সালেহীন (২৪) মারা যান। এই ঘটনায় আহত হন সিএনজি অটোরিকশার আরও দুইজন আরোহী।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি জেলার নানিয়ারচর উপজেলায় ট্রাক চাপায় রাঙ্গামাটি সরকারি কলেনের এক ছাত্রী মারা যায়। ২০১৯ সালের ১৭ নভেম্বর জেলার কাউখালীতে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা আরোহী কলেজের আরেক ছাত্রী মারা যান। বেগরোয়া ট্রাকের চাপায় রাঙামাটি সরকারি কলেজের তিন শিক্ষার্থীর মৃত্যু গত কয়েকবছরে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ট্রাকের ধাক্কায় মৃত্যু রাঙ্গামাটি শিক্ষার্থীদের মানববন্ধন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর