Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে নানা অনিয়মে ৩ হাসপাতাল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ১৫:৫৮

মানিকগঞ্জ: মানিকগঞ্জে নানা অনিয়মে তিনটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (৩ মার্চ) মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরীর নেতৃত্বে মানিকগঞ্জ শহরে অভিযান চালানো হয়। এসময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশু হাসপাতাল, প্রাইম জেনারেল হাসপাতাল এবং ফিরোজা জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, হাসপাতালগুলোতে নিয়মিত ডিউটি ডাক্তার, প্রশিক্ষত নার্স, টেকনোলোজিস্ট, টেকনিশিয়ানসহ দক্ষ জনবল না থাকায় এবং নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তীতে হাসপাতাল পরিচালনা কমিটি যদি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে এবং সেই বিষয়টি আমাদের অবগত করে তাহলে আমরা তদন্ত করে দেখব। সবকিছু ঠিক থাকলে আবারও হাসপাতালের কার্যক্রম চালু করতে পারবে। অন্যথায় হাসপাতাল বন্ধ থাকবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসি) ডা. আল আমীনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

অনিয়ম বন্‌ধ মানিকগঞ্জ হাসপাতাল

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর