ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু
৪ মার্চ ২০২৪ ১৩:৪৭ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৩:৫২
বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় ইঁদুর মারার ফাঁদ পাততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহতাব শেখ (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মার্চ) রাতে মাহতাব শেখ তার নিজস্ব ঘের ও ধানের জমিতে ইঁদুর মারতে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাহতাব শেখ কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত মাহতাব শেখের ছেলে জয় শেখ জানায়, বাবা রাতে ঘের থেকে ধানের জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে যান। তাকে ফিরতে দেরি দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার একপর্যায়ে ধানের জমিতে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।
ওসি মহসিন হোসেন জানান, কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/ইআ