Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াশিংটনে ট্রাম্পকে হারালেন নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৪ ১২:৫৭ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৪:৫৫

ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে নিকি হ্যালির কাছে হেরেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে এই প্রথম ট্রাম্পকে হারালেন হ্যালি।

নিকি হ্যালি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায়ও ট্রাম্পের কাছে হেরেছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন তিনি।

যদিও এখন পর্যন্ত রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, নভেম্বরের নির্বাচনে তিনিই জো বাইডেনের মুখোমুখি হবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জাতিসংঘের সাবেক এ রাষ্ট্রদূত ৬২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোট। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হ্যালিই প্রথম নারী, যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হলেন।

এদিকে আগামী মঙ্গলবার (৫ মার্চ) একযোগে ১৬টি রাজ্যে প্রাইমারি নির্বাচন। একাধিক রাজ্যে প্রাথমিক বাছাই বলে দিনটিকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় ‘সুপার টুইসডে’ বলা হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। এখন পর্যন্ত বেশিরভাগ রাজ্যের প্রাইমারি বা ককাসে জিতেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এরপরেও ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি।

সারাবাংলা/ইআ

ওয়াশিংটন টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নিকি হ্যালি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর