গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা, নিহত ২০ ফিলিস্তিনি
৪ মার্চ ২০২৪ ১১:২০ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৩:৫৯
গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে দখলদার ইসরাইল বাহিনীর বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রোববার (৩ মার্চ) জাবালিয়া শরণার্থী শিবির এবং সাফতাউই এলাকায় দুটি বাড়িতে যুদ্ধবিমান থেকে হামলা চালায় ইসরাইল। এতে বাড়ি দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, হামলার পর ২০ জনের মরদেহ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অব্যাহতভাবে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় গাজায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যানুযায়ী, ইসরাইলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩০ হাজার ৪১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭১ হাজার ৭০০ জন।
আরও পড়ুন: দাবি মানলে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস
সারাবাংলা/ইআ