‘বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকাই ফেভারিট’
৪ মার্চ ২০২৪ ০৮:০৬ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ০৮:০৮
বেশ কয়েক বছর ধরেই দুই দলের লড়াই বাড়তি উত্তাপ ছড়িয়েছে। গত বিশ্বকাপে ম্যাথিউসের সেই টাইমড আউটের ঘটনার পর বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ যেন এক ‘রণক্ষেত্র’! জমজমাট এক লড়াইয়ে তিন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে শ্রীলংকা। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে লংকান কোচ ক্রিস সিলভারউড বলছেন, স্বাগতিকদের বিপক্ষে ফেভারিট হিসাবেই মাঠে নামবে শ্রীলংকা।
আন্তর্জাতিক টি-২০ তে সবশেষ ২০২২ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ২ উইকেটের রোমাঞ্চকর এক জয় পেয়েছিল শ্রীলংকা। সব মিলিয়ে ১৩ ম্যাচে লংকানদের জয় ৯টিতে, বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচে। তবে গত এক বছরে টি-টোয়েন্টিতে বাংলাদেশ যেন ভিন্ন দল। ১৪ ম্যাচের মাঝে ১০টিই জিতেছেন শান্তরা, হেরেছেন মাত্র ৩ ম্যাচে। এই সময়ে শ্রীলংকা ১৩ ম্যাচ খেলে জিতেছে ৫টিতে, হেরেছে ৭ ম্যাচে।
শ্রীলংকা কোচ সিলভারউড অবশ্য সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের দিকে না তাকিয়ে নিজেদেরই এগিয়ে রাখছেন, ‘আমি তো বলব শ্রীলংকাই ফেভারিট। তবে আগেও বলেছি দুই দলেই ভালো ক্রিকেটার আছে। এখন আমরা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি। সেরাটা যেন খেলতে পারি সেই চেষ্টাই করবো। আশা করছি দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সিরিজ হবে।’
সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না নিষেধাজ্ঞায় থাকা লংকান অধিনায়ক হাসারাঙ্গা। সিলভারউড বলছেন, অন্যদের এখানে এগিয়ে আসতে হবে, ‘হাসারাঙ্গা দুই ম্যাচ খেলতে পারবে না। এটা আমাদের মেনেই এগোতে হবে। সে তার শাস্তি মেনে নিয়েছে। তার জায়গায় যে সুযোগ পাবে, এটা তার নিজেকে প্রমাণের মঞ্চ। বিশ্বকাপের আগে এটা সুবর্ণ সুযোগ।’
সারাবাংলা/এফএম