‘১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক নিয়োগ’
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৪ ১৯:৩৮ | আপডেট: ৩ মার্চ ২০২৪ ২১:৩০
৩ মার্চ ২০২৪ ১৯:৩৮ | আপডেট: ৩ মার্চ ২০২৪ ২১:৩০
ঢাকা : গত একযুগে প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮হাজার ৫৭৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
রোববার (৩ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
রুমানা আলী বলেন, ‘গত একযুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক ৫ হাজার ২০৫ জন এবং সহকারী শিক্ষক ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জনসহ মোট ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়ে বেসরকারি ও বেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪ হাজার ৮৭৫ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি সরকারিকরণ করা হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম