Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন মেয়র প্রার্থী এহতেসামুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৪ ২২:১১

ময়মনসিংহ: আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ২০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম।

শনিবার (২ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে স্মার্ট নগরী গড়ে তোলা, ট্যাক্স কমানো, চাঁদাবাজ-সন্ত্রাস, যানজট ও দূষণমুক্ত করা, নাগরিক সেবার মান উন্নয়নসহ পরিকল্পিতভাবে বিনোদন ও শিশু পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, বুলবুল আহমেদ, জেলা আওয়ামী লীগ সদস্য কাজী আজাদ জাহান শামীম, শরাফ উদ্দিন বায়জীদ, মোস্তফা মামুনুর রায়হান অসীমসহ দলীয় জেলা-মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

নির্বাচনি ইশতেহার ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র প্রার্থী

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর