Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তদন্ত কমিটি হয় কিন্তু ফলোআপ থাকে না: চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৪ ১৯:০২ | আপডেট: ২ মার্চ ২০২৪ ২৩:২০

ঢাকা: অগ্নিকাণ্ডের এক একটা ঘটনা ঘটনার পর তদন্ত কমিটি হয়। তারপর আর কোনো ফলোআপ থাকে না বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। বেইলি রোডে অগ্নিকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে তিনি কঠোর হাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শনিবার (২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে চুন্নু এ দাবি জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

মুজিবুল হক চুন্নু বলেন, ‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন, ২২ জন গুরুতর আহত হয়েছেন। যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটিকে রেস্টুরেন্টের কোনো অনুমতি ছিল না। অথচ এই ভবনে ৮টা রেস্টুরেন্ট ছিল।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন, ভবনের কোনো ধরনের অগ্নিনিরাপত্তার ব্যবস্থাই ছিল না, কোনো নিরাপত্তা সিঁড়িও ছিল না। এর আগে, নিমতলি, চকবাজার, বনানীতে একটি টাওয়ারে আগুন ধরে মানুষ মারা যান। বেইলি রোডে ভবনটির যিনি ডিজাইন করেছিলেন; ডিজাইনে উল্লেখ ছিল ওই ভবনে বাণিজ্যিক অফিস থাকবে, সেখানে অফিস থাকবে। সেখানে যখন হোটেল করা হয় তখন এই আর্কিটেকচার তিনি ডেভলপার ও জমির মালিককে বারবার চিঠি দেন। এখানে এই ভবন যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে রেস্তোরাঁ দেওয়া যাবে না। কিন্তু কেউ কথা শোনেনি।

চুন্নু বলেন, ‘আমার প্রশ্ন হলো রাজউকের প্রত্যেকটি এলাকায় অফিসার থাকে সেই অফিসাররা কোথায়। এককটা বিল্ডিং করে এক পারপাসে, ব্যবহার হয় অন্য পারপাসে। এতগুলো মানুষ মারা গেলেন এর জবাব কে দেবে? এর দায় দায়িত্ব তো সরকারের, সরকারি সংস্থার, সরকারি অফিসের। এক একটা ঘটনা হয় আর সরকারের পক্ষ থেকে বলা হয় এই তদন্ত করা হবে, তদন্ত টিম করা হলো তারপর কোনো ফলোআপ নাই। এভাবে তো দেশ চলতে পারে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ধানমন্ডি সাত মসজিদ রোডে একটা বিল্টিংয়ে ১৫টা রেস্টুরেন্ট, অথচ এই রেস্টুরেন্টের কোনো অনুমতি নাই। ধানমন্ডি সাত মসজিদ রোডে প্রত্যেকটা রাস্তার পাশে কয়েক শ’ দোকান সেই বিল্ডিং বিল্ডিংয়ে রেস্টুরেন্ট, একটারও পারমিশন নেই। আরও এরকম ঘটনা ঘটবে সরকার যদি এ বিষয়ে সচেতন না হয়। সরকারের কাছে দাবি করব রাজউক হোক, ফায়ার ব্রিগেড হোক, পরিবেশ অধিদফতর হোক তাদেও বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে।’

সারাবাংলা/একে

চুন্নু জাতীয় সংসদ টপ নিউজ মুজিবুল হক চৌধুরী সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর