Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক-রিয়াদের জন্য বিপিএল জিততে চেয়েছিলেন তামিম

স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৪ ১০:৩৩ | আপডেট: ২ মার্চ ২০২৪ ১২:৩৭

মুশফিক-রিয়াদই তামিমের অন্যতম ভরসার জায়গা

বিপিএলের সবচেয়ে অভিজ্ঞ দল মানা হচ্ছিল তাদের। তবে ‘বুড়োদের’ দল হিসাবেও কম কটাক্ষ শুনতে হয়নি ফরচুন বরিশালকে। শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের তিন পুরনো যোদ্ধা তামিম-মুশফিক-মাহমুদউল্লাহতেই নিজেদের ইতিহাসের প্রথম বিপিএল জয়ের স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। শিরোপা জেতার পর বরিশাল অধিনায়ক তামিম জানিয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ মুশফিক-রিয়াদের জন্যই ট্রফিটা জিততে চেয়েছিলেন তিনি।

টুর্নামেন্টজুড়েই বরিশালের অন্যতম ভরসার জায়গা ছিলেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ। বহুবার দলকে বিপদের মুখ থেকে রক্ষা করে ফাইনালে পৌঁছে দিয়েছেন তারা। ফাইনালেও তাদের অভিজ্ঞতাই বরিশালকে শিরোপা জিতিয়েছে। বরিশালের মতো প্রথমবার বিপিএল জেতার আনন্দে ভেসেছেন মুশফিক-রিয়াদও।

বিজ্ঞাপন

তামিম জানালেন, মুশফিক-রিয়াদের জন্যই খুব করে বিপিএলের ট্রফিটা চাচ্ছিলেন তিনি, ‘অবশ্যই সব ট্রফি দারুণ অনুভূতি দেয়। এবার একটু ভিন্ন চ্যালেঞ্জ ছিল। আমাদের দলে দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই ও মুশফিক ছিল। তারা দেশকে অনেক সার্ভিস দিয়েছে কিন্তু এই ট্রফি পায়নি। আমি নিজেই চেয়েছিলাম যদি ট্রফি জিতি তাহলে সেটা এই দুজনকে উৎসর্গ করব। আমি জানি সৌম্য, মিরাজদের আরও সুযোগ আছে। রিয়াদ ভাই, মুশফিকও খেলা চালিয়ে যাবে কিন্তু বাকিদের মতো তাদের এত সময় হবে না। এই ব্যাপারটা আমি প্রেজেন্টেশনের সময়ও বলেছিলাম। তারা খুব কাছে গিয়েও আগে শিরোপা জিততে পারেনি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই খুব খুশি।’

মুশফিককে আলাদাভাবেই প্রশংসায় ভাসালেন তামিম, ‘মুশফিককে আমরা অনেক কৃতিত্বই দেই না। সবার কৃতিত্ব পাওয়া উচিত। আমি মাঠের বাইরের দিকটা খেয়াল রেখেছি, তাকে জিজ্ঞাসা করেছিলাম মাঠের ব্যাপারগুলো খেয়াল রাখতে পারবে কিনা। সে দুর্দান্তভাবেই এই কাজটা করেছে। এজন্যই আমি ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। এখানে তার অনেক অবদান ছিল। এই ট্রফি আমার চেয়ে মুশফিকের বেশি প্রাপ্য।’

বিজ্ঞাপন

মুশফিকের কাছে সবার অনেক কিছু শেখার আছে বলেই মানছেন তামিম, ‘বাংলাদেশের কেউ ক্রিকেটার হিসাবে কাউকে আইডোলাইজ করতে চায়, তাহলে মুশফিকের চেয়ে ভালো কেউ নেই। শুধু মাঠের খেলা না, মাঠের বাইরেও কীভাবে খেলতে হয়, কীভাবে প্রস্তুতি নিতে হয়। একই কথা রিয়াদ ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। উনার ডেডিকেশন আমরা বিশ্বকাপের সময় দেখেছি। তিনি দারুণভাবে কামব্যাক করেছেন। তরুণদের কিছু শিখার থাকলে নিজেরাই তাদের দেখে শিখবে।’

সারাবাংলা/এফএম

ক্রিকেট টপ নিউজ তামিম বিপিএল ২০২৪ মুশফিক রিয়াদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর