Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ স্থূলতায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৪ ১৯:২১ | আপডেট: ১ মার্চ ২০২৪ ২০:৩৯

বিশ্বব্যাপী একশ কোটিরও বেশি মানুষ এখন স্থূলতায় ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং একটি আন্তর্জাতিক গবেষক দলের করা এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশ্বখ্যাত জার্নাল দ্য ল্যানসেটে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রে বলা হয়, স্থূলতা এতই প্রচলিত হয়ে উঠেছে যে এটি বেশিরভাগ দেশে সাধারণ বিষয়। অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশেও কম ওজনের চেয়ে স্থূলতাই বরং সাধারণ হয়ে উঠেছে। আগে এসব দেশ অপুষ্টির বিরুদ্ধে লড়াই করছিল।

বিজ্ঞাপন

গবেষণাপত্রের একজন লেখক লন্ডন ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক মজিদ ইজ্জাতি। তিনি বলেন, বিস্ময়কর সংখ্যক লোক স্থূলতা নিয়েই বসবাস করছে। ১৯০টিরও বেশি দেশে দুই কোটি ২০ লাখ মানুষের তথ্যের উপর ভিত্তি করে এই গবেষণা করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুষ্টি বিষয়ক প্রধান ফ্রান্সেস্কো ব্রাঙ্কা এক সংবাদ সম্মেলনে বলেন, আগে আমরা মনে করতাম স্থূলতা কেবল ধনী দেশের সমস্যা। এখন স্থূলতা বিশ্বব্যাপীই একটি সমস্যা।

গবেষণাপত্রে বলা হয়, ১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের স্থূলতার হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। পাঁচ থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে এ হার চারগুণেরও বেশি।

গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে ৮৮ কোটি প্রাপ্তবয়স্ক স্থূলতায় ভুগছেন। আর প্রায় ১৬ কোটি অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোর এ সমস্যায় আক্রান্ত।

সারাবাংলা/আইই

টপ নিউজ স্থূলতা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর