Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম, ফেব্রুয়ারি থেকেই কার্যকর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪১ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৪

ঢাকা: এক বছর আগে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বাড়িয়েছিল সরকার। এর এক বছর পর ফের বাড়ানো হলো সেই বিদ্যুতের দাম। এবারে গ্রাহক পর্যায়ে একেক ইউনিটে গড়ে সাড়ে ৮ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ছে। এতে করে একেক ইউনিটে বিদ্যুতের দাম বাড়ছে গড়ে ৭০ পয়সা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাস থেকেই বিদ্যুতের নতুন এই দাম কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনর তথ্য বলছে, বাসাবাড়িতে যারা সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহার করবেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ছে প্রতি ইউনিটে ২৮ পয়সা। অন্যদিকে বাসাবাড়িতে যারা সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করবেন, তাদের জন্য বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়বে ১ টাকা ৩৫ পয়সা। সেচ কাজে ব্যবহৃত বিদ্যুতের দামও বাড়ছে ইউনিটে ৪৩ পয়সা হারে।

আরও পড়ুন- আরও বাড়ছে বিদ্যুতের দাম, মার্চ থেকেই কার্যকর

প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম ছিল গড়ে ৮ টাকা ২৫ পয়সা। মূল্যবৃদ্ধির ফলে ফেব্রুয়ারি থেকে এই দাম হবে ৮ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গড়ে ৫ শতাংশ। এতে পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ৭ টাকা ৪০ পয়সা।

নতুন দর অনুযায়ী সেচে ব্যবহৃত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে হচ্ছে ৫ টাকা ২৫ পয়সা। ২৩০/৪০০ ভোল্ট বাণিজ্যিক ও অফিসে ব্যবহৃত বিদ্যুতের গড় দাম বেড়ে হয়েছে ১৩ টাকা ১ পয়সা, যা আগে ছিল ১১ টাকা ৯৩ পয়সা। শিক্ষা, ধর্মীয়, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬ টাকা ৯৭ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৫৫ পয়সা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ১১ কিলো ভোল্ট লাইনের ক্ষেত্রে বিদ্যুতের নতুন দাম ১১ টাকা ৬৩ পয়সা, শিল্প খাতে ৩৩ কিলো ভোল্ট লাইনের ক্ষেত্রে দাম বেড়ে হচ্ছে ১০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। আর ১৩২ ও ২৩০ কিলো ভোল্ট লাইনের জন্য বিদ্যুতের দাম ৯ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে হচ্ছে ১০ টাকা ৬৬ পয়সা।

এদিকে পাইকারিতে সব বিতরণ কোম্পানির ২৩০ ও ১৩২ কেভি লাইনের জন্য বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ টাকা ৪৪ পয়সা ও ৮ টাকা ৪৭ পয়সা। এর বাইরে ৩৩ কেভি লাইনের জন্য পিডিবির বিদ্যুতের দাম হয়েছে ৭ টাকা ৬২ পয়সা, আরইবির ৬ টাকা ২৩ পয়সা, ডিপিডিসির ৮ টাকা ৫৬ পয়সা, ডেসকো ৮ টাকা ৫৮ পয়সা, ওয়েস্টজোনের ৭ টাকা ৪৬ পয়সা এবং নেসকোর ৭ টাকা ৪ পয়সা।

এর আগে গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন বার মাসে গড়ে ৫ শতাংশ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। আর গত বছরের ফেব্রুয়ারি থেকে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় গড়ে ৮ শতাংশ।

আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করত। ২০২২ সালের ডিসেম্বরে আইন সংশোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কেও বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়।

সারাবাংলা/টিআর

বিদ্যুতের দাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর