Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল না হলে সংসার চালাতে কষ্ট হয় মুশফিকদের!

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২৩

বিপিএলের মান নিয়ে হাথুরুর সমালোচনার জবাব দিলেন মুশফিক

বিপিএলের মান নিয়ে বহু বছর ধরেই চলছে নানা সমালোচনা। কিছুদিন আগে বাংলাদেশের জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো বিপিএলকে সার্কাসের সাথেই তুলনা করে বসলেন! তার এমন মন্তব্য নিয়ে বিসিবিসহ আপত্তি জানিয়েছেন অনেকেই। বিপিএলের ফাইনালে ওঠার পর বরিশালের জয়ের নায়ক মুশফিকুর রহিমের সরল স্বীকারোক্তি, বিপিএলের মতো টুর্নামেন্ট আয়োজন না করলে ক্রিকেটারদের সংসার চালানোই কঠিন হয়ে যাবে!

আরও পড়ুন- সাকিব তামিম ভুয়া হলে আমাদের তো মাটির ভেতর ঢুকে যাবো! 

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টাকার ঝনঝনানি নিয়ে কম সমালোচনা হয়নি। টাকার কারণে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রতি অতিরিক্ত ঝোঁকের কারণে অনেকে জাতীয় দল থেকে অবসরও নিয়েছেন। বিপিএলে খেলে আসলে কতটুক উন্নতি হয় ক্রিকেটারদের, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাথুরু। বিপিএলের মান নিয়েও যথেষ্ট সন্দেহ রয়ে গেছে তার।

মুশফিক অবশ্য বলছেন, দেশের ক্রিকেটারদের ভালোর জন্যই আয়োজন করা হয় বিপিএল, ‘প্রথমত বিপিএল না হলে আমাদের সংসার চালানোই কষ্ট হয়ে যায়। এটা মোদ্দা কথা ভাই। বিপিএলে যে পারিশ্রমিক পায় জাতীয় দলে কেউ যদি টপ পেইড স্যালারি নিয়ে ২-৩ বছর খেলে তাহলে হয়তোবা এমন আয় করতে পারবে। বিপিএলের মান কোন হিসাবে খারাপ? কেউ চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর আনসোল্ড থেকে টিভিতে খেলা দেখতে। বিপিএলের কোয়ালিটি অনেক হাই। হ্যাঁ এটা বলতে পারেন ২-১ টা পিচ এদিক সেদিক হতে পারে। এই বছর অনেক ভালো পিচ ছিল। খেলার মানও অনেক ভালো হয়েছে আগের তুলনায়। যারা বলেছেন তারা কোন মর্মে বলেছেন আপনারা জিজ্ঞাসা করেন।’

আগামী ১ মার্চ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে বরিশাল-কুমিল্লা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ক্রিকেট বিপিএল ২০২৪ মুশফিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর