Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাকিব-তামিম ভুয়া হলে আমরা তো মাটির ভেতর ঢুকে যাবো’

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫২ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১০

ম্যাচ শেষে হাত মেলালেন সাকিব-তামিম

বরিশাল-রংপুর ম্যাচকে ছাপিয়ে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার হয়ে উঠেছিল সাকিব-তামিম লড়াই। কয়েক মাস ধরেই দুজনের মাঝে চলে আসা দ্বন্দ্ব নিয়ে বেশ সরগরম ক্রিকেট অঙ্গন। শেষ পর্যন্ত এই ম্যাচে সাকিব-তামিমকে ছাড়িয়ে নায়ক মুশফিকই। ম্যাচ শেষে সেই মুশফিক বললেন, সাকিব-তামিমকে ভুয়া বললে বাকিদের উচিত হবে মাটির ভেতর ঢুকে যাওয়া।

বিপিএলজুড়েই সাকিব-তামিমকে বহুবার দুয়োধ্বনি শুনতে হয়েছে দর্শকের থেকে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের অন্যতম হলেও সাকিব-তামিমের সাম্প্রতিক পারফর্মম্যান্স কিংবা চলমান দ্বন্দ্বের কারণেই হয়তো প্রতিপক্ষের সমর্থকদের থেকে এমন আচরণ পেতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটের দুই কিংবদন্তিকে। গতকালের ম্যাচেও অনেকবারই দুয়োধ্বনি শুনেছেন দুজন।

বিজ্ঞাপন

সাকিব-তামিমের দুয়ো শোনাতে হতাশ মুশফিক, ‘এরকম বড় ম্যাচে যদি দুইজন লাইমলাইটে থাকে তাহলে একটু রিল্যাক্স থাকা যায়। দুইজন দুইজনের যুদ্ধ করবে আর আমরা আমাদের খেলা খেলবো। দুইজনই অনেক রিল্যাক্স ছিল, দুজন দুজনের মতো ছিল। দুইজনই বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদেরকে নিয়ে এই কথা বলাই অনৈতিক। তারা বাংলাদেশের জন্য যা দিয়েছে, ইনশাল্লাহ আরও দিবে যা আর কেউ দিতে পারবে বলে মনে হয়না। যারা ভুয়া ভুয়া বলেন না সাকিব-তামিম যদি ভুয়া ভুয়া শুনে ভাই, তাহলে তো আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত!’

সারাবাংলা/এফএম

ক্রিকেট টপ নিউজ তামিম বিপিএল ২০২৪ মুশফিক সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর