সাকিব-তামিম লড়াইয়ে শুরুতেই বিপদে রংপুর
স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৭
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৭
বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছেন সাকিব-তামিম। দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে শুরুটা অবশ্য একদম ভালো হয়নি সাকিবের রংপুর রাইডার্সের। সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে ৫ ওভারের মাঝেই ১৮ রানে ৩ উইকেট হারিয়েছে রংপুর, আউট হয়ে ফিরেছেন সাকিবও।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ২ রান করা মাহেদি হাসানকে ফেরান সাইফুদ্দিন। ওই ওভারের শেষ বলে আউট করেছেন সাকিবকেও। সাকিব ফিরেছেন ১ রান করে। কিছুটা ছন্দের আভাস দেওয়া রনি তালুকদার প্যাভিলিয়নে ফিরেছেন পঞ্চম ওভারে, তাকে ফিরিয়েছেন মায়াকার্স। রনি ফিরেছেন ৮ রান করে।
রংপুরের ভরসা হয়ে ক্রিজে আছেন জিমি নিশম ও নিকোলাস পুরান।
সারাবাংলা/এফএম