Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার, পিস্তলসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৪

কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রামে অভিযান চালিয়ে শেফালী খাতুন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। এসময় ১ হাজার ৯৩৬ বোতল ফেনসিডিল, একটি দেশি পিস্তল, আট রাউন্ড গুলি, ২টি হাসুয়া, মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে সংবাদ সম্মেলন করে কোম্পানি কমান্ডার এম আবুল হাসান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে মাদক বিক্রেতা শেফালী খাতুনের বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।’

কোম্পানি কমান্ডার সাংবাদিকদের বলেন, ‘কুষ্টিয়াসহ সারাদেশে মাদকবিরোধী অভিযান চলমান। মাদক ব্যবসার সঙ্গে যারাই সম্পৃক্ত থাক তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে র‍্যাব বদ্ধপরিকর।’

সারাবাংলা/এমও

পিস্তল ফেনসিডিল র‌্যাবের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর