Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে একুশের বইমেলায় নারী সম্মিলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে একুশের বইমেলা মঞ্চে নারী সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী সংগঠকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল নগরীর সিআরবির শিরিষতলায় বইমেলা মঞ্চে নারী সম্মিলনের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সমঅধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পুরুষের হাত ধরে এগিয়ে যাচ্ছে নারীরাও। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহনের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন, নারী সাংবাদিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ডেইজি মওদুদ, বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, মহিলা অধিদফতরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া এবং চসিক কাউন্সিলর নীলু নাগ।

আলোচনা পর্বের পর চসিক হোসেন আহম্মদ চৌধুরী স্কুল এন্ড কলেজ, ফতেয়াবদ সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং রুমঝুম নৃত্যকলা একাডেমির সদস্যরা গান ও নাচে অংশ নেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় অনুষ্ঠিত বইমেলার মঞ্চে বুধবার সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার রাজীব রঞ্জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম নারী সম্মেলন বইমেলা বইমেলা ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর