Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশরের নীল নদে নৌকাডুবিতে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০১

মিশরে কায়রোর কাছে নীল নদে নৌকাডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে ১৫ জন ছিলেন। তারা সকলেই ঠিকা শ্রমিক। দৈনিক টাকার চুক্তিতে কাজ করতেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোর কাছে রোববার নৌকডুবির ঘটনা ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা একটি স্থানীয় নির্মাণ সংস্থায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা ধরে উদ্ধারের কাজ করেন। নদীর তীরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও গ্রামবাসীরা উদ্ধারের লাইভ ভিডিও দেখাতে থাকেন।

মিশরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের পরিবারকে মিশরের মুদ্রায় দুই লাখ পাউন্ড বা পাঁচ হাজার ৯৫৭ ইউরো দেওয়া হবে (বাংলাদেশি টাকায় সাত লাখের বেশি)। আহতরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা পাবেন।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ধারণক্ষমতার তুলনায় বেশি মানুষ থাকায় নৌকাটি ডুবে যায়। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নীল নদ নৌকাডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর