Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে পরিকল্পনায় ব্যাটিংয়ে সফল লিটন

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪৮

লিটন-হৃদয় জুটিতে ফাইনালে কুমিল্লা

রংপুরের দেওয়া ১৮৬ রানের টার্গেটটা বেশ চ্যালেঞ্জিং ছিল তাদের জন্য। প্রথম বলেই উইকেট হারিয়ে চাপটা আরও বেড়ে গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের। তবে লিটন-হৃদয় জুটির অবিশ্বাস্য ব্যাটিংয়ে দারুণ এক জয়ে ফাইনালে পৌঁছে গেছে কুমিল্লা। জয়ের পর কুমিল্লা অধিনায়ক লিটন জানালেন, পরিকল্পনা মেনে ব্যাটিং করেছেন বলেই এমন সাফল্য।

৫৭ বলে ৮৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন লিটন। লিটন জানালেন, ছক কষেই ব্যাটিং করেছেন তিনি, ‘আমি জানতাম তাদের নতুন বলের বোলার কে কে। ফারুকি ও সাকিব ভাই দুইজনই উইকেট টেকিং বোলার। হৃদয় তার খেলাটা খেলেছে। আমার পরিকল্পনা একটু ভিন্ন ছিল। সাকিব ভাই তাদের মূল বোলার। যদি দ্রুত উইকেট যায় তাহলে আমাদের শেষ বাঁহাতি ব্যাটার মঈন ভাইকে দ্রুত নামতে হতো। আমি সেটা চাইনি। মাহেদি, নবী ভাইও বোলিংয়ে ছিল। আমাদের টার্গেট ছিল যতক্ষণ সম্ভব ডানহাতি ব্যাটাররা ব্যাটিং করা। ৫-৬ ওভারেই খেলা আমাদের পক্ষে চলে এসেছে। আজ তাদের ডেথ বোলিংও ভালো ছিল না। হাসান শুরুর দিকে অনেক মার খেয়েছে, মানসিকভাবে ব্যাকফুটে ছিল। এইগুলোও কাজ করেছে।’

বিজ্ঞাপন

লিটনের সাথে সমান তালে ব্যাট করেছেন হৃদয়ও। ৪৩ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনিও। লিটন তাই হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমার মনে হয় ও ভালো বলেও ছক্কা মারতে পারে, যা আমাদের দেশের খুব কম ব্যাটারই পারে। বোলাররা উইকেট বরাবর বল করলে সে বেশি ভালো মারতে পারে। এটা ওর বড় প্লাস পয়েন্ট। দেখতে ছোটখাটো হলেও বড় মারতে পারে। ও অনেক পরিশ্রমী, ক্রিকেট নিয়ে অনেক ভাবে। ও জিমে অনেক সময় কাটায়। এটা ভালো একটা দিক।’

বিজ্ঞাপন

আগামী ১ মার্চ ফাইনালে কুমিল্লার বিপক্ষে কে লড়বে, সেটা জানা যাবে ২৮ ফেব্রুয়ারির বরিশাল-রংপুর ম্যাচের পরেই।

সারাবাংলা/এফএম

ক্রিকেট বিপিএল ২০২৪ লিটন হৃদয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর