Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কারারক্ষীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমজাদ হোসেন (৪০) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় স্বজনরা কারারক্ষিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও উপজেলার নোয়াখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে আমজাদ।

ওই কারারক্ষিকে হাসপাতালে নিয়ে আসা স্ত্রী রিনা বেগম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার নোয়াখালী গ্রামে। তার বাবার নাম আব্দুর রশিদ। পাশেই নানাখি গ্রামে তাদের আরেকটি বাড়ির নির্মাণ কাজ চলছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আমজাদ সেখানে গিয়ে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিয়ে ইট ভেজাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর তারা খবর পান, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তার স্বামী আমজাদ। সেখান থেকে তাকে সরাসরি ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিনা বেগম আরও জানান, ১৯ বছর যাবত কারারক্ষীর চাকরি করে আসছিলেন আমজাদ। বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ কর্মরত ছিলেন। গত শুক্রবার তিনি ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। এক ছেলে ও এক মেয়ের জনক আমজাদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর