ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি সাকিব-তামিম
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪৯
ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই চলছে দুজনের দ্বন্দ্ব। সাকিব-তামিমের মাঝে চলে আসা কথার লড়াইটা গড়িয়েছে বিপিএলের মাঠেও। সবশেষ সাকিবের করা উদযাপন ব্যাঙ্গ করে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছিলেন তামিম। বিপিএলের ফাইনালে ওঠার ম্যাচে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। জমজমাট এক ম্যাচে তাই আবারও দেখা যাবে সাকিব-তামিম লড়াই।
ভারতের অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের ঠিক আগে সাকিবের দেওয়া এক সাক্ষাৎকারে শুরু বিতর্কের। সেখানে তামিমের খেলা নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সাকিব। তামিমও এর জবাব দিয়েছেন। এরপর সাকিব-তামিমের পাল্টাপাল্টি নানা বক্তব্য ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এক সময়ের কাছের দুই বন্ধুর এখন মুখ দেখাদেখিও বন্ধ। সামনে পেয়েও বিভিন্ন অনুষ্ঠানে কেউ কারো সাথে কথাও বলেননি!
এসবের মাঝে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে দুজনের মুখোমুখি হওয়া সবশেষ ম্যাচের ঘটনা। সাকিবের বলে আউট হয়েছিলেন তামিম, সাকিব করেছিলেন স্বভাবসুলভ উদযাপন। এরপর সাকিব যখন আউট হয়ে ফেরেন, তখন সাকিবের উদযাপনকে ব্যাঙ্গ করেই তামিমকে উদযাপন করতে দেখা যায়। দুজনের মাঝের দ্বন্দ্বটা যে কত প্রকট আকার ধারণ করেছে, সেটা এই উদযাপনে বেশ ভালোভাবেই প্রকাশ পেয়েছে।
এবার আরেকটি হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম। কুমিল্লার কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরেছে রংপুর। অন্যদিকে চট্টগ্রামকে হারিয়ে এলিমিনেটরে জয় পেয়েছে বরিশাল। আগামী ২৮ ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে রংপুর। আর তাই আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হবেন সাকিব-তামিম।
শেষ পর্যন্ত সাকিব-তামিম লড়াইয়ে জয়ী হয়ে ফাইনালে যাবে কোন দল?
সারাবাংলা/এফএম