Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৪

জামালপুর: বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয় থেকে এসব প্রতীক বরাদ্দ দেন।

বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মাঝে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মেয়র পদে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল পেয়েছেন মোবাইল ফোন, বর্তমান মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম পেয়েছেন জগ, উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন পেয়েছেন নারিকেল গাছ ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর পেয়েছেন রেলইঞ্জিন প্রতীক।

প্রতীক পাবার পর প্রার্থীরা ছুটছেন নির্বাচনী এলাকার ভোটারদের কাছে।

আগামী ৯ মার্চ এই পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১২টি কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার ইভিএমে তাদের ভোট দেবেন।

সারাবাংলা/এমও

জামালপুর পৌরসভা নির্বাচন প্রতীক বরাদ্দ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর