Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমর্ত্য রূপাই’র কিশোর উপন্যাস ‘কে আরণ্যের খুনি’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২২

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ১৩ বছরের কিশোর অমর্ত্য রূপাই’র উপন্যাস ‘কে আরণ্যের খুনি?।’ মেলায় লিটল ম্যাগ কর্নারের ৭ নম্বর স্টল দশমিকে পাওয়া যাচ্ছে বইটি। এটির প্রচ্ছদ করেছেন দীপান্ত রায়হান। বইটির দাম ২০০ টাকা।

অমর্ত্য রূপাই রাজধানীর কাকরাইয়ের উইলস লিটল ফ্ল্যাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তার মা উন্মুল ওয়ারা সুইটি জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতা।

বিজ্ঞাপন

‘কে আরণ্যের খুনি’ বইটি অমর্ত্য রূপাইয়ের প্রথম কিশোর গোয়েন্দা উপন্যাস। এটি তার পঞ্চম বই।

প্রথম গল্পগ্রন্থের নাম ছিল ‘ভূত বলে কিছু নেই।’ ২০১৯ সালে প্রকাশিত বইটি অমর একুশে মেলায় সাড়া ফেলে। এ ছাড়া তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘কোলিয়াপ্তা কুলাপ্তা কালাপ্তা’ ‘মিশন লিশন ক্রিং ক্রিং’ ‘আট গোয়েন্দা তিন প্রশ্ন।’

‘কে আরণ্যের খুনি’ উপন্যাসের কাহিনিতে রয়েছে একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দিক। আরণ্য সাহেব একজন ভদ্র লোক, শান্তশিষ্ট মানুষ। ভালো ভালো পরামর্শ দেওয়া তার পেশা। এক ভোর রাতে খুন হন তিনি। আর সেই খুনের রহস্যের দিক উন্মোচনই উপন্যাসটির বিষয়বস্তু।

সারাবাংলা/একে

একুশে বইমেলা বইমেলা ২০২৪ বাংলা একাডেমি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর