Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপালে ২ দিনব্যাপী বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩০

বাগেরহাট: ভাষা আন্দোলনের পেরিয়ে গেছে ৭২ বছর, আর স্বাধীনতার ৫৩। এতদিনেও কোনো বইমেলা হয়নি বাগেরহাটের রামপালে। তাই এবারের ২১শে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করে সেই গ্লানি ঘোচালো রামপাল সরকারি কলেজ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ চত্বরে ১৪টি বইয়ের স্টল নিয়ে দুই দিনব্যাপী মেলার শুভ সূচনা হয়েছে। এদিন বইমেলা উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার।

বইমেলায় স্টলের দ্যুতি ছড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল লাইব্রেরি, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল পাঠাগার ও খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি। মেলায় কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।

মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিবুন নাহার, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) বিধান চন্দ্র বিশ্বাস, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, প্রভাষক শেখ শাহনেওয়াজ, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

বইমেলা রামপাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর