Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোম্যান্সল্যান্ডে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৭

বেনাপাল: প্রতি বছরের ন্যায় এবারও শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই বাংলার ভাষাপ্রমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড এলাকায়।

নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশ ভাষাপ্রেমী শতশত মানুষ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ণ গোস্বামী ও যশোর-১ আসনর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

ভারতের পক্ষে ফুল দিয় শ্রদ্ধা জানান, পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ নারায়ণ গোস্বামী, উত্তর ২৪ পরগঁনা জেলা পরিষদের সভাপতি বীনা মন্ডল, সাবেক এমপি মমতা ঠাকুর, শ্রীমতি ইলাবাচী সভাপতি গাইঘাটা পঞ্চায়ত সমিতি, শ্রী সুরজীত বিশ্বাস সাবেক বিধায়ক, শ্রী বিশ্বজিত দাস সাবেক সাংসদ, হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা।

বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, যশার-১ আসনর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপাল পোর্ট থানার ওসি শ্রী সুমন ভক্ত, ইমগ্রশন ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীর মুক্তিযাদ্ধা কামান্ডার মাজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান, যুবলীগর সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সাহরাব হোসন।

এ ছাড়াও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। পর দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

টপ নিউজ নোম্যান্সল্যান্ডে বেনাপোল ভাষাপ্রেমী মিলন মেলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর