প্রভাতফেরিতে লোকারণ্য
২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪২
ঢাকা: মাইকে ভাসছে আব্দুল গাফফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। সেই সুরে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড হয়ে প্রভাতফেরি নিয়ে দলে দলে শ্রদ্ধা জানাতে শহিদ মিনারমুখী জনতার ঢল নেমেছে। কেন্দ্রীয় শহিদ মিনারের আশেপাশে লোকে লোকারণ্য।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডসহ আশেপাশের এলাকায় দেখা মেলে এই চিত্রের। ভাষা শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে সামাজিক, রাজনৈতিক, সেবামূলক সংগঠনসহ নানান প্রতিষ্ঠানের ব্যানারে আসছে লোকজন।
এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তর সংলগ্ন চত্বর থেকে প্রভাতফেরি নিয়ে আজিমপুর কবরস্থানের দিকে রওনা দেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
কবরস্থানের মসজিদ পাশে থাকা ভাষা শহিদ জব্বর, শফিউর ও বরকতের কবরে শ্রদ্ধা জানান উপাচার্য। পরে সেখান থেকে পলাশীর মোড় হয়ে প্রভাতফেরি নিয়ে শহিদ মিনারে এসে পৌঁছান তারা।
শ্রদ্ধা নিবেদনের পূর্বে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে রক্ষা করা আমাদের মূল কর্তব্য। ভাষাগুলোকে হারাতে দেওয়া যাবে না’
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুইঞাসহ অনেকে।
সারাবাংলা/আরআইআর/ইআ